
মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার পর এক যুবককে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
গত ৯ মে ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে “এম.ভি. ক্যাপ্টেন” নামক একটি লঞ্চের যাত্রীদের ওপর হামলা চালায় স্থানীয় একদল যুবক। ঘটনার সময় দুই তরুণীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।
এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ১০ মে শুক্রবার মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে নেহাল আহমেদ জিহাদ (২৪) নামক এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার মনির হোসেনের পুত্র।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতির ভিত্তিতে গ্রেফতারকৃত যুবককে শনাক্ত করা হয়েছে। এছাড়াও, ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, জনসম্মুখে নারীর প্রতি এমন হেনস্থার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ ধরনের অপরাধ দমন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।