বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের উপরে ছাত্রলীগ নেতাকর্মীদের নৃশংস হামলার ঘটনার দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রত গ্রেফতার ও বিচার চেয়ে বিক্ষোভ বিছিল করেছেনবরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ভিসিগেট হয়ে সেন্ট্রাল ফিল্ড পর্যন্ত তাদের এই বিক্ষোভ মিছিলি করেন।
এসময়েবরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসাইন শান্ত বলেন, পতিত আওয়ামী-ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আস্থাভাজন সংগঠন ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। সবশেষে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মী। এছাড়াও পঙ্গু ও আহত হয়েছেন অসংখ্যজন। তবুও এখন ও বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও বিভিন্ন গুপ্ত পরিচয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের কঠিন হুশিয়ারি দিচ্ছে।
গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব বলেন, বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ বিষয়ে ব্যাবস্থা গ্রহনে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো: আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: সাকিব মিয়া, সায়মন, তাহমিদ হক মামুন প্রমুখ।
আপনার মতামত লিখুন :