
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার রামধননগর ও আইড়ল গ্রামে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার(২০ মে) বিকালে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. শরীফ (১৯) ও বেবি আক্তার (৪৮) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনিয়ন্ধ ইউনিয়নের আইড়ল গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. মামুন চৌধুরী (৩৫) ও মো. রাসেল (২১) নামের আরও দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। আখাউড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।