
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. রাসেল (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
আখাউড়া রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ রাসেলকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃত রাসেল ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার মো. আউয়াল মিয়ার ছেলে।
আটকের পর তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, রেলওয়ে এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। রেলপথকে মাদক চোরাচালানের পথ হিসেবে ব্যবহার করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।