
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আটদিনের মাথায় স্বামীকে হত্যা করেছে এক নববধূ। শুক্রবার (১৬ মে) গভীর রাতে আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন এবং হত্যার পেছনে দুটি কারণ উল্লেখ করেছেন।
নিহত স্বামীর নাম মোঃ হাসান মিয়া (২৮)। তিনি কুমিল্লার বাসিন্দা হলেও আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি স্থানীয় ফার্মেসিতে চাকরি করতেন। অভিযুক্ত ঘাতক স্ত্রী জান্নাত আক্তার (২৩) আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, গত ৯ মে হাসান ও জান্নাতের বিয়ে হয়। তবে বিয়ের আগেই জান্নাতের অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর হাসান ঘন ঘন শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলে, জান্নাত তাতে আপত্তি জানান। শুক্রবার রাতে এমন এক পরিস্থিতিতে তিনি কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান এবং পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।