বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলটির মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ মে) সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষর করা দুটি পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন।
প্রকাশিত আদেশ অনুযায়ী, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফলে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহানগর সংগঠক শাহরিয়ার সিকদার সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হন। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে ও বিভিন্ন সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংগঠনের নীতিমালার পরিপন্থী এই আচরণের কারণে তাকে বহিষ্কার করা হয়।