ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ /
ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা ও পৌর শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেশুক্রবার (২ মার্চ) বিকালে পৌর এলাকার বাসস্ট্যান্ডে অবস্থিত উক্ত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি ছানা, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “নতুন কার্যালয়টি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করতে সহায়ক হবে। এখানে দলীয় কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং জনসেবামূলক কর্মসূচি পরিচালিত হবে।”

দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঘাটাইল বিএনপি প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।